বড় ধসের পর ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার

বড় ধসের পর ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:৩০

বড় ধসের পর ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে টানা চার কর্মদিবস সূচক বেড়েছে বাজারে।

সপ্তাহের দ্বিতীয় দিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ১৯ শতাংশ বা ৫২ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৪৩৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্কি সূচক সিএএসপিআই ১ দশমিক ৫১ শতাংশ বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৭৯ পয়েন্ট।

বড় ধসের পর গত সপ্তাহের বুধবার থেকে বাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা যায়। বাজার ভাল করতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা নির্দেশনার পর রোববার সাত বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান হয় ডিএসইএক্স সূচকের। বাড়ে লেনদেনও। 

সেই ধারাবাহিকতায় সোমবার সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে দুই বাজারে। এই চার কর্মদিবসে ডিএসইএক্স ৪০০ পয়েন্টের মতো বেড়েছে।

ডিএসইতে আগের দিনের চেয়ে ৮৩ কোটি টাকা লেনদেন বেড়ে হয়েছে ৪৯৪ কোটি। সিএসইতে লেনদেন প্রায় ৩০ কোটি টাকা বেড়ে হয়েছে ৭৩ কোটি টাকা।

ঢাকার বাজারে সূচক বাড়লেও দর হারিয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪৯টির,কমেছে ১৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।    

তবে চট্টগ্রামের বাজারে বেশিরভাগ কোম্পানি রয়েছে দাম বৃদ্ধির তালিকায়। সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩২টির,কমেছে ৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল-গ্রামীণফোন, এসএস স্টিল,লাফার্জ হোলসিম,স্কয়ারফার্মা ও ব্র্যাক ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে ছিল-জেমিনি সি ফুড,আইসিবি,বাংলাদেশ সাবমেরিন কেবল,হাইডেলবার্গ ও প্রিমিয়ার সিমেন্ট।

দর হারানোর শীর্ষে ছিল-এস এস স্টিল,গোল্ডেন হারভেস্ট,ফ্যাস ফাইন্যান্স,ইউনাইটেড এয়ার ও মেঘনাপেট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading