অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন জোকোভিচ

উত্তরদক্ষিণ অনলাইন ।০৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ৫৫

অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড অষ্টম শিরোপা জিতলেন সার্বিয়ান টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচ। ২ ফেব্রুয়ারি ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান এ সার্বিয়ান তারকা। এটা তার ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ড স্লাম শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেনে গতবার সপ্তম শিরোপা জিতেই রেকর্ড গড়েন জোকোভিচ। এবার রেকর্ডটা আরেকটু সংহত করলেন তিনি। মেলবোর্ন পার্কে উন্মুক্ত যুগে পুরুষ এককে তার চেয়ে বেশি শিরোপা কেউই জিততে পারেননি। প্রথম সেটটা জিতলেও পরের দুই সেটে টানা হেরে বসেন জোকোভিচ। তৃতীয় সেটেও দারুণ সম্ভাবনা জাগান। এরপর অনবদ্য টেনিস খেলে চতুর্থ ও পঞ্চম সেট জিতে হতাশ করলেন ২৬ বছর বয়সী থিয়েমকে। কখনই গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে না পারা এ অস্ট্রিয়ানের আরেকবার স্বপ্নভঙ্গ হলো। ফ্রেঞ্চ ওপেনে টানা দুবার তিনি হেরেছেন নাদালের কাছে। মেলবোর্নের মুকুট ধরে রাখার মধ্য দিয়ে র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠে গেলেন জোকোভিচ। এ টুর্নামেন্টে তিনি খেলেছেন দ্বিতীয় বাছাই হিসেবে। নাদালকে শীর্ষস্থান থেকে হটিয়ে তিনি চূড়ায় উঠবেন। গতকাল দুর্দান্ত লড়াইয়ে জয় শেষে জোকোভিচ বলেন, ‘নিশ্চিতভাবেই এটি বিশ্বের মধ্যে আমার প্রিয় কোর্ট, আমার প্রিয় স্টেডিয়াম। এখানে আরেকবার শিরোপা হাতে তুলতে পেরে আমি ভাগ্যবান।’ কোনো নির্দিষ্ট আসরে ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে আট কিংবা ততোধিক শিরোপা জয়ের গৌরব দেখালেন জোকোভিচ। এর আগে এ কীর্তি গড়েছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী নাদাল (ফ্রেঞ্চ ওপেন, ১২টি) ও ফেদেরার (উইম্বলডন, আটটি)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading