কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরদক্ষিণ অনলাইন। ০২ এপ্রিল ২০২০ । ১৪:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দায়িত্ব পালনকালে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন বলেন, প্রধানমন্ত্রী কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।

অপরদিকে, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার আইইডিসিআর-এ ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংকালে স্বাস্থ্য সেবা অধিদফতরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আরো ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়ালো। বর্তমানে আইসোলেশনে ৭৮ জনকে রাখা হয়েছে বলেও জানান ডা. হাবিবুর রহমান। তবে নতুন করে মৃত্যু সংখ্যা না বাড়েনি। বুধবার পর্যন্ত করোনায় দেশে মৃত্যু ছিল ৬ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading