করোনা আক্রান্ত: রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় ব্রাজিল

করোনা আক্রান্ত: রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় ব্রাজিল

উত্তরদক্ষিণ শনিবার ২৩ মে ২০২০। ১৮:৩০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে সবাইকে পেছনে ফেলে শীর্ষে আছে মার্কিন আমেরিকা। আক্রান্তের পরিসংখ্যানে আমেরিকার প্রতিপক্ষ রাশিয়া গত কয়েকদিন দ্বিতীয় অবস্থানে থাকলেও এখন সেই স্থান দখল করেছে দক্ষিণ আমেরিকার আকের দেশ- ব্রাজিল।

শনিবার (২৩ মে) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, তালিকার শীর্ষে থাকা আমেরিকায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯৭ হাজার ৬৪৭ জন।

ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যে দেখা যায়, আমেরিকার পরের পরের অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত সংখ্যা ৩ লাখ ৩০ হাজারের বেশি, যার মধ্যে মারা গেছে, ২১ হাজার ৪৮ জন। শীর্ষ দ্বিতীয় থেকে তৃতীয় অবস্থানে নেমে আসা রাশিয়ায়ও করোনা বা কভিড-১৯ সংক্রমণ বেড়েছে। যদিও দেশটিতে মৃত্যু তুলনামূলক কম। সবশেষ তথ্যে দেখা গেছে, রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৪৪৮ জন, মারা গেছে ৩ হাজার ৪৯ জন।

এদিকে পেরুকে নিয়ে লক্ষাধিক আক্রান্তের দেশ বেড়ে ১২টি হয়েছে গত শুক্রবারই। শীর্ষ ১২টি দেশের মধ্যে রাশিয়ার পরে চতুর্থ অবস্থানে আছে স্পেন, আক্রান্ত ২ লাখ ৮২ হাজার প্রায়, মৃত্যু ২৮ হাজার ৬৮৮ জন। পঞ্চম ব্রিটেন, আক্রান্ত ২ লাখ ৫৪ হাজারের বেশি, মৃত্যু ৩৬ হাজার ৩৯৩ জন। ষষ্ঠ ইতালি, আক্রান্ত ২ লাখ ২৮ হাজার ৬৫৮, মৃত্যু ৪৭ হাজার ৬৩৫ জন। মৃত্যুর হিসাবে এটি আমেরিকার পর দ্বিতীয় সর্বোচ্চ।

শীর্ষ ১২টি দেশের মধ্যে সপ্তম ফ্রান্স। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৮২ হাজারের বেশি, মৃত্যু ২৮ হাজার ২৮৯ জন। অষ্টম জার্মানি, আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ৭১৩, মৃত্যু ৮ হাজার ৩৫২ জন। এর পরে তুরস্কে আক্রান্ত দেড় লাখের বেশি আর ইরানে আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃত্যু ৪ হাজার ২৭৬ হলেও ইরানে এই সংখ্যা ৭ হাজার ৩শ।

শীর্ষ একাদশে থাকা ইন্ডিয়ায় আক্রান্ত সোয়া লাখ ছুঁয়েছে আর মৃত্যু ৪ হাজারের কাছাকাছি। নতুন করে লাখের ঘরে প্রবেশ করা পেরুতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৬৯৮ জন, যাদের মধ্যে মারা গেছেন ৩২শ’র বেশি মানুষ।

আর ২১৫টি করোনা আক্রান্ত দেশের মধ্যে ৩২ হাজার ৭৮ জন আক্রান্তের পর বাংলাদেশ শীর্ষ ২৫তম স্থানে উঠে এসেছে। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading