নাটোরে ডিসি, সিভিল সার্জন, এএসপিসহ করোনায় আক্রান্ত ৩০

নাটোরে ডিসি, সিভিল সার্জন, এএসপিসহ করোনায় আক্রান্ত ৩০

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১৪:২০

নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহ রিয়াজ, সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান ও নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল হাসনাতসহ নতুন করে জেলায় আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) নাটোর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ঢাকা থেকে পাঠানো রিপোর্টে নতুন করে ৩০ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি সুস্থ রয়েছেন। নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, তার স্ত্রী ও ২ সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সিভিল সার্জন ডা: মিজানুর রহমানও আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার। এব্যাপারে জানতে সিভিল সার্জন ডা: মিজানুর রহমানকে কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।