ভ্যাকসিন বিক্রি করে নতুন বিলিয়নিয়ার ৯ জন

ভ্যাকসিন বিক্রি করে নতুন বিলিয়নিয়ার ৯ জন
করোনা (করোনা-১৯) ভাইরাসের ভ্যাকসিন । প্রতীকি ছবি

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২০ মে ২০২১| আপডেট ১৯:১২

করোনার ভ্যাকসিন বিক্রির মাধ্যমে নতুন বিলিয়নিয়ারের কাতারে নাম লিখিয়েছেন বিশ্বের অন্তত ৯ জন মানুষ ।

বৃহস্পতিবার (২০ মে) দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স নামের একটি গ্রুপ এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি টিকা প্রযুক্তির ‘একচেটিয়া নিয়ন্ত্রণ’ অবসানে ফার্মাসিউটিক্যালস করপোরেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স বলেছে, ‘এদের মধ্যে ৯ জন বিলিয়নারের সম্মিলিত সম্পদের পরিমাণ এক হাজার ৯৩০ কোটি মার্কিন ডলার। এই অর্থ নিম্ন আয়ের দেশগুলোর জনগণকে এক দশমিক ৩ বার টিকা দেওয়ার জন্য যথেষ্ট।’

অ্যালায়েন্স জানিয়েছে, টিকার বদৌলতে এই নতুন অতিধনীদের বাইরে বিদ্যমান আরও আট বিলিয়নারের সম্পদের পরিমাণ তিন হাজার ২২০ কোটি ডলার বেড়েছে। নতুন বিলিয়নারদের মধ্যে রয়েছেন মডার্নার প্রধান নির্বাহি স্টিফেন ব্যান্সেল এবং বায়োএনটেকের উগুর সাহিন। এই তালিকায় চীনা টিকা কোম্পানি ক্যানসিনো বায়োলজিকসের সহ-প্রতিষ্ঠাতাও রয়েছেন।

অ্যালায়েন্সের সদস্য অক্সফামের কর্মকর্তা আন্না ম্যারিয়ট বলেছেন, ‘টিকাগুলোর একচেটিয়া কারবার থেকে অনেক ফার্মাসিউটিক্যালস করপোরেশনের অর্জিত বিপুল পরিমাণ মুনাফার মানুষের চেহারা হচ্ছে এই বিলিয়নাররা।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading