ঝালকাঠিতে ১৫টির অধিক গ্রাম প্লাবিত

ঝালকাঠিতে ১৫টির অধিক গ্রাম প্লাবিত

উত্তরদক্ষিণ | বুধবার, ২৬ মে ২০২১ | আপডেট ১১:০০

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে ঝালকাঠিত জেলার কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে ১৫ টি অধিক গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার (২৬ মে) সকাল কাঠালিয়া উপজলা পরিষদ ও কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বিষখালী তীরের বাঁধের একটা অংশ ভেঙে পানি ঢুকে বাড়ির আঙ্গিনাসহ তলিয়ে গেছে ফসলের মাঠ। এতে আতঙ্গে রয়েছেন বাঁধ ভাঙ্গনকবলিত এলাকার বাসিন্দারা।

কাঠালিয়া সদর উপস্বাস্থ্য কেন্দ্র, বড় কাঠালিয়া, পূর্ব কচুয়া, লতাবুনিয়া, রঘুয়ার দড়ির চর, সোনার বাংলা, আওরাবুনিয়া, জাঙ্গালিয়া, ছিটকী ও আমুয়াসহ বিষখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ১৫টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, ঘুর্ণিঝড় মোকাবেলায় জেলায় ৫৫০টি আশ্রয়কেন্দ্র ও ৩৭টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনার আগাম ব্যবস্থা করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading