৫০তম বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিজিএমইএ

৫০তম বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিজিএমইএ
বিজিএমইএ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ | আপডেট ২১:০০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে বাংলাদেশের প্রস্তাবিত ৫০তম বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ‘আমরা প্রস্তাবিত বাজেটের ডিজিটাল কপি পেয়েছি এবং এটি পর্যবেক্ষণ করছি। তবে আমাদের একটি সরকারি পর্যবেক্ষণ নিয়ে আসতে সময় প্রয়োজন।’

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরেও ১ শতাংশ হারে অতিরিক্ত রপ্তানি প্রণোদনা চালিয়ে যাওয়ার প্রস্তাব করেছেন।

বিজিএমইএ সভাপতি আশা করেন যে বর্তমান বাজেট বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জীবন ও জীবিকার সাথে সম্পর্কিত সব বিষয়ে মনোনিবেশ করেছে।

ফারুক বলেন, বিজিএমইএ বোর্ড শনিবার বাজেটের বিস্তারিত মূল্যায়ন করবে এবং শনিবার দুপুর ২টায় গণমাধ্যমে বিস্তারিক তুলে ধরবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে সরকার বস্ত্র ও পোশাক শিল্পকে বিদ্যমান রপ্তানি প্রণোদনের পাশাপাশি অতিরিক্ত ১ শতাংশ নগদ প্রণোদনা প্রদান করে এবং ফলস্বরূপ খাতটি মহামারির প্রভাব সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading