ডিজিটাল ডিভাইস কিনতে ঋণ দেবে ব্যাংক

ডিজিটাল ডিভাইস কিনতে ঋণ দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১| আপডেট ১২:২৫

ল্যাপটপ,মোবাইল,কম্পিউটার ও ট্যাবসহ ডিজিটাল ডিভাইস কিনতে গ্রাহকদের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত সোমবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-বিআরপিডি’র পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে। এসময় শিক্ষক ও শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে।

সরকারের রূপকল্প ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে নির্ভরযোগ্য ডিজিটাল অভিগমন এবং তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়নে আইসিটি খাতে অর্থায়নকে উৎসাহিত করার জন্য এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading