মুক্তির অপেক্ষায় “ঢাকা ড্রিম”

মুক্তির অপেক্ষায় “ঢাকা ড্রিম”

উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:৪০

‘সুতপার ঠিকানা’খ্যাত পরিচালক প্রসূন রহমান পরিচালনা করেছেন ‘ঢাকা ড্রিম’। ছবিটি গত ফেব্রুয়ারিতে সেন্সর ছাড়পত্র পেয়েছিল। কথা ছিল শুক্রবার (৮ অক্টোবর) মুক্তি পাবে ‘ঢাকা ড্রিম’। তবে সেটি পিছিয়ে ২২ অক্টোবর করা হয়েছে। মুক্তির তারিখ পেছানোর তথ্যটি নিশ্চিত করেছেন প্রসূন রহমান।

‘ঢাকা ড্রিম’র গল্পে রয়েছে যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোর প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়া। যারা প্রত্যেকেই দেখছে গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় আসার স্বপ্ন- যার যার অবস্থান থেকে।

ছবিটিতে আয়নাল ফকির নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এ ছাড়া জীবিকার সন্ধানে এবং নানামুখী স্বপ্ন পূরণে ঢাকায় আসার জন্য পথে নামা আরও কয়েকজন প্রান্তিক মানুষের চরিত্রে অভিনয় করছেন নওশাবা, শাহাদাত হোসেন, মুনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, ফজলুল হক, জয়নাল জ্যাক, মনোজ প্রামাণিক, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, অশোক ব্যাপারী, জয়িতা মহলানবিশ, কাজী শিলা, শারমিন আঁখি, খোরশেদ আলম, হামিদুর রহমান, স্পর্শা, জামাল রাজাসহ আরও অনেকে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading