বাস স্টপেজে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ আদালতের

বাস স্টপেজে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ আদালতের

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:৫৫

বাস থামার প্রতিটি নির্দিষ্ট জায়গায় ভাড়ার তালিকা ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে বলেছেন আদালত।

আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। আগামী এক মাসের মধ্যে বিআরটিএকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১২২ ধারা অনুযায়ী গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিধিমালা প্রনয়ণ করতে না পারার ব্যর্থতা ও ভাড়ার তালিকা প্রকাশ্য স্থানে না টানানোর ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করছেন হাইকোর্ট। সেইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

সোমবার আদালতে শুনানিতে ছিলেন রিটকারি আইনজীবী মো. আবু তালেব। সঙ্গে ছিলেন আইনজীবী মোখলেসুর রহমান ও মুসতাসীম তানজীর।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading