গাড়ি থামিয়ে বাক্স খুলতেই পুলিশের দিকে ফণা তুলল সাপ

গাড়ি থামিয়ে বাক্স খুলতেই পুলিশের দিকে ফণা তুলল সাপ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৫৮

কিশোরগঞ্জের ভৈরব থানার হাইওয়ে পুলিশ মাদক থাকার সন্দেহে একটি গাড়িকে তল্লাশির জন্য থামাতে নির্দেশ দেন। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে দ্রুত যেতে চেষ্টা করে। এ সময় পুলিশের সন্দেহ বেড়ে গেলে গাড়িটিকে ধাওয়া করে আটক করে। পরে পুলিশ গাড়িটি তল্লাশি শুরু করে। এ সময় কয়েকটি বাক্স তল্লাশি করার সময় বাক্সের ডালা খুলতেই পুলিশের দিকে ফণা তুলে কয়েকটি সাপ। ভয়ে হতবাক হয়ে যায় পুলিশ। ভৈরবের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের জগনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক ঘটনাস্থলে আসেন।

ওসি বিশেষ কৌশলে সাপগুলো ডালায় ভরে থানায় নিয়ে যাওয়া হয় গাড়িটি। ঘটনার সময় চালক মাসুদ রানা ছাড়া গাড়িতে আর কেউ ছিল না। সাভারের আশুলিয়া এলাকার খেজুরটুকু গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মাসুদ। তাকে পুলিশ সাপসহ গ্রেফতার করে। খবর পেয়ে বুধবার (২৬ জানুয়ারী) সকালে বন অধিদপ্তরের সরীসৃপবিদ মো. সোহেল রানা ভৈরব হাইওয়ে থানায় আসেন। তিনি জানান, সাতটি সাপের মধ্য চারটি সাপ খৈয়া গোখরা এবং সাপগুলো বিষধর। এ সাপ সাধারণত জঙ্গলে থাকে। এ সাপ কামড় দিলে সঙ্গে সঙ্গে মানুষ মারা যায়। অপর দুটি দাঁড়াশ ও একটি পদ্ম গোখরা।

ভৈরব থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, সাপগুলো পাচারের জন্য সিলেট থেকে ঢাকা নিচ্ছিল। কারা সাপের মালিক চালক বলতে পারেনি। ঘটনার পর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা আজ এসে সাপগুলো নিয়ে গেছে। তারা বলেছে উদ্ধারকৃত সাপগুলো আইন অনুযায়ী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত চালককে কিশোরগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading