কোয়ার্টারে ইন্ডিয়াকে নিয়ে ভাবছে না যুবারা

কোয়ার্টারে ইন্ডিয়াকে নিয়ে ভাবছে না যুবারা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:৩০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। ২৯ জানুয়ারি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে যুবাদের প্রতিপক্ষ ইন্ডিয়া। বিশ্বকাপ শুরুর ঠিক আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে এই ইন্ডিয়ার বিপক্ষে সেমিফাইনাল হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপ মঞ্চে অবশ্য আত্মবিশ্বাসী রাকিবুলরা। আজ (বৃহস্পতিবার) দলের টপ অর্ডার ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিল সে কথাই জানিয়েছেন।

বিশ্ব চ্যাম্পিয়নের তকমা সেঁটে ক্যারিবীয় দ্বীপে পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে রাকিবুল হাসানদের শুরুটা হয়েছিল ইংল্যান্ডের কাছে বড় হার দিয়ে। ‘এ’ গ্রুপে বাকি দুই ম্যাচ কানাডা ও আরব আমিরাতের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ ইন্ডিয়া।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় নাবিল বলেছেন, ‘২৯ জানুয়ারি ইন্ডিয়ার বিপক্ষে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ওই ম্যাচ লক্ষ্য করে আমাদের দলের পরিবেশ খুব ভালো আছে। আমরা গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খুব ভালো করে জিতেছি। দলের আত্মবিশ্বাস এখন খুব ভালো আছে। আমাদের এই মোমেন্টাইমটা ক্যারি অন করার ইচ্ছা আছে।’

ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল হবে অ্যান্টিগা ও বারবুডায়। দুই দিন আগে এই ভেন্যুতে চলে এসেছে লাল-সবুজ জার্সিধারীরা। একদিন বিশ্রামের পর বুধবার অনুশীলন করেছে পুরো দল। আগামী দুই দিনের সময়টা ভালোভাবে কাজে লাগিয়ে ম্যাচের জন্য প্রস্তুত হতে মরিয়া রাকিবুলরা। সে কথাই শুনিয়েছেন নাবিল, ‘এখানে আসার পর আমাদের একদিন ব্রেক ছিল। টিম বন্ডিংয়ের জন্য আমরা সম্ভাব্য সবকিছু করছি। এগুলো আমাদের অনেক বুস্টআপ করেছে। আপাতত আমরা ট্রেনিং করছি ওই ম্যাচ ঘিরে। আমাদের খুব ভালো লাগছে, সবাই দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইনশাআল্লাহ আমরা খুব ভালো কিছু করবো, আমাদের মূল ফোকাস এখন এই ম্যাচটার ওপর।’

বয়সভিত্তিক ক্রিকেটে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্য সামান্যই। ২০২০ বিশ্বকাপে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কোনও ম্যাচেই তাদের হারাতে পারেনি বাংলাদেশ দল। সর্বশেষ ৪ ম্যাচের মধ্যে তিনটিই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। নাবিল বিশ্বাস করেন, প্রসেস মেনে খেলতে পারলে সেমিফাইনালে যাওয়া সম্ভব। কোয়ার্টার ফাইনাল ম্যাচটিকে ‘সিম্পল’ একটি ম্যাচ ভেবেই মাঠে নামতে চায় যুব দল, ‘কোয়ার্টার ফাইনাল ম্যাচটাকে জাস্ট একটা সিম্পল ম্যাচ হিসেবে নিয়ে এগোচ্ছি। প্রসেসটা মেইনটেইন করতে পারলে দিনশেষে ফল আমাদের দিকে আসবে ইনশাআল্লাহ।’

বাংলাদেশের সবচেয়ে বড় দুচিন্তা টপ অর্ডার। বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার আগের ম্যাচগুলোতেও জ্বলে উঠতে পারেনি। এরই মধ্যে ১১টি সেঞ্চুরি দেখা টুর্নামেন্টে বাংলাদেশের কোনও ব্যাটার তিন অঙ্কের দেখা পাননি। এখন পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশের হাফসেঞ্চুরি মোটে দুটি। বলার অপেক্ষা রাখে না ইন্ডিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টপ অর্ডার ব্যাটাররা মনখুলে খেলতে না পারলে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে দলকে!

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading