উত্থানে ফিরেছে পুঁজিবাজার

উত্থানে ফিরেছে পুঁজিবাজার

উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ মে ২০২২ । আপডেট ১৪:৪০

টানা ৮ কর্মদিবস দরপতন শেষে সোমবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৯৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৩৬ মিনিট পরযন্ত ডিএসইতে ১৫৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র-ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২২টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading