জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ । রবিবার, ১০ জুলাই ২০২২ । আপডেট ১২:১৫

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মুসলিমের কল্যাণ চেয়ে দোয়া চাওয়া হয়। আজ রবিবার সকাল ৮টায় সুপ্রিম কোর্ট সংলগ্ন মাঠে এই জামাত হয়।

করোনা মহামারির কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবার রোজার জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেওয়ার সুযোগ পান মুসল্লিরা। ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মোনাজাতে সবার মাগফিরাত কামনা, কুরবানি কবুলের আকুতি, করোনা মহামারি থেকে হেফাজতের আরজি, দেশ ও জাতির কল্যাণ কামনা, শহিদ মুক্তিযোদ্ধাদের মাগফিরাত, বঙ্গবন্ধু বন্ধু পরিবারের শহিদদের জান্নাত কামনা, বিশ্ব মুসলিমের শান্তি ও উন্নতি কামনা করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদ জামাতের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা এ নামাজে অংশ নেন। ঈদের প্রধান জামাতের জন্য প্রায় ৩০ হাজার বর্গমিটারের ঈদগাহ ময়দানে প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ঢাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়।

ইউডি/সিফাত

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading