নকিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মান্নান সন্ত্রাসী হামলায় আহত

নকিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মান্নান সন্ত্রাসী হামলায় আহত

উত্তরদক্ষিণ বুধবার ১৪ মে ২০২০। ১৫:৫৪

শ্যামনগর থানার ঐতিহ্যবাহী শতবর্ষী নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মোহাম্মাদ আব্দুল মান্নান মহাসিন ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীসহ বহিরাগত লোকজনের হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আসেন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে সাড়ে ৯টার দিকে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজ ও নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংক্রান্ত বিরোধের জের ধরে মহসিন ডিগ্রী কলেজর শিক্ষক আবুল হোসেন, আবুল কাসেম, আসাদ, কিশোরী মোহন, পিয়ন গোলাম হোসেন এবং খন্ডকালীন পিয়ন আমিনুুরসহ আরো কয়েকজন বহিরাগত সন্ত্রাসীরা তার ওপর আক্রমণ চালিয়ে গুরুতর আহত করে ।

তিনি বলেন, দীর্ঘ ১.৫ মাস আগে মাপজোক করে সীমানা নির্ধারণ করা হয় এবং সীমানাতে প্রাচীর দেওয়া হয়। হঠ্যাৎ আজ সকালে কলেজের শিক্ষক-কর্মচারীসহ বহিরাগত লোকজন নিয়ে সীমানায় কাটাতারের ব্যাড়া ও খুটি ভেঙে দেওয়ার সময় বাধা দিলে তারা হামলা চালিয়। মারধরের এক পর্যায় তার মাথা ফেটে প্রচুর রক্তপাত হয় এবং তিনি অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।

এই হামলার ঘটনায় মাধ্যমিক স্তরের বিভিন্ন স্কুলের শিক্ষকরা সচেতন মহল ও নকিপুর সরকারী হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাননোর সাথে তারা আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানাচ্ছে এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।

আহত প্রধান শিক্ষক ড. মোহাম্মাদ আব্দুল মান্নানকে দেখতে হাসপাতালে উপস্থিত হন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণানন্দ আনন্দ মুখার্জি, সাধারণ সম্পাদক আজিবর রহমান, জয়দেব বিশ্বাস। তারা আহতের প্রতি সমবেদনা জানান এবং এমন ন্যাক্কার জনক ঘটনায় সংশ্লিষ্টদের খুজে বের করে আইনের আওতায় এনে করেন উপযুক্ত শাস্তি দাবি করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading