সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে বন্যার পানিতে ডুবে গেছে বাস

সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে বন্যার পানিতে ডুবে গেছে বাস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট: ১২:৫০

সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ডুবে গেছে। বাসে ২৫ জন যাত্রী ছিল। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খাদটি বন্যা পানিতে পূর্ণ ছিলো। করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি।

জানা যায়, বাসে থাকা ২৫ জন যাত্রীর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি। তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।