আমেরিকায় করোনায় মৃত দেড় লাখ ছাড়িয়েছে

আমেরিকায় করোনায় মৃত দেড় লাখ ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৪:১০

আমেরিকায় স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ২৬৭ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

ফেব্রুয়ারির শেষের দিকে আমেরিকায় করোনাভাইরাস সংক্রান্ত প্রথম মৃত্যুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা দেড় লাখের সর্বোচ্চ মাইল ফলক ছাড়িয়ে গেল।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ০০:৩০টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারি ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৮ হাজার ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আমিরকায় কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫০ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪ লাখ ছাড়িয়ে গেছে।