সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা এল দেশে

সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা এল দেশে

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১২:৫৫

চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকার চালান দেশে পৌঁছেছে। গতকাল বুধবার রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকার এই চালান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের এমএনঅ্যান্ডসিএইচের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, “আমরা টিকাগুলো গ্রহণ করে স্টোরেজে পাঠিয়ে দিয়েছি।” এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট ৩ কোটি ৪ লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ।

সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে। গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণ টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও চীনের সিনোফার্ম ছাগাও আমেরিকার ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে দেশে।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading