শহিদ দিবসের ‘ভাষা’

শহিদ দিবসের ‘ভাষা’

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ০৯

আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  এ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভাষা’।  সৈয়দ মনজুরুল ইসলামের রচনায় এটি পরিচালনা করেছেন হিমেল ইসহাক। শাহ্ জামান এর প্রযোজনায় এতে জুটি হিসেবে অভিনয় করলেন নিথর মাহবুব ও তাহমিনা সুলতানা মৌ।

এ প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, ফেব্রুয়ারি মাস আসার পর থেকে একের পর এক মঞ্চে শো করে যাচ্ছি। সামনেও আরো শো আছে। নাটকের পরিচালক হিমেল ইসহাক ভাই কাজটির জন্য যে দুইদিন আমার কাছে চেয়েছিলেন, সেই দুইদিন আমার অন্য কাজে যুক্ত থাকার কথা ছিল। বিটিভির কাজ এবং নাটকে মূকাভিনয় আছে বলেই সময় বের করে কাজটি করা।

তিনি আরো বলেন, নাটকে আমার চরিত্রটি মূকাভিনেতার না হলেও নাটকের একটি অংশে আমি মূকাভিনয় করি। যার মাধ্যমে একটা বক্তব্যও রয়েছে। বহু জাতি গোষ্ঠীর ভাষা এখন ধ্বংসের পথে। তাই মূকাভিনয়ে এখানে দেখিয়েছি কোনকিছু ধ্বংস করা খুব সহজ কিন্তু সৃষ্টি করা অনেক কঠিন। নাটকটিতে কাজ করতে গিয়ে খুবই ভালো লেগেছে।

নিথর মাহবুব বলেন, নাটকে তাহমিনা সুলতানা মৌ আর আমি স্বামী-স্ত্রীর ভুমিকায় অভিনয় করেছি। মৌ’র সঙ্গে জুটি হিসেবে এটাই আমার প্রথম কাজ। টিভি নাটকে আমরা খুব বেশি কাজ করা হয় না। তাই এই নাটকে আরো অনেকের সঙ্গেই প্রথম অভিনয় করেছি।

‘ভাষা’ নামের এ নাটকে আরো অভিনয় করেছেন- হাসান ইমাম, হাফিজুর রহমান সূরুজ, মনির আহমেদ শাকিল, আহসান হাবিব নাসিম, দোলন দে, শানারাই দেবী শানু, সূচনা সশকদার, তপন, শিশু শিল্পী তুর্জ সহ আরো অনেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading