করোনার উপসর্গ নিয়ে সাংবাদিক খোকনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাংবাদিক খোকনের মৃত্যু

উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ১২:৫৫

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন (৪৭) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তিনি মারা যান। ওইদিন বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

তার বোন স্বপ্না গণমাধ্যমকে বলেন, বিকালে হাসপাতালে ভর্তি করার পর রাত ১০টায় তিনি ইন্তেকাল করেন বলে চিকিৎসকরা জানান।

হুমায়ুন কবীর খোকন দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান বলেন, তার করোনাভাইরাসের কিছু লক্ষণ ছিল। তবে করোনার টেস্ট করা হয়নি।

বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন সময়ের আলোর আগে আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading