ঠাকুরগাঁওয়ে ৪০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ৪০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার

উত্তরদক্ষিণ শনিবার ১৬ মে ২০২০। ১৪:২৫

ঠাকুরগাঁওয়ে ৪০ কেজি অর্থাৎ প্রায় এক মন ওজনের একটি কচ্ছপ
উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পীরগঞ্জ উপজেলার তামলাই
পুকুরের পাড় থেকে কচ্ছপটি উদ্ধার করে প্রথম পুকুর মালিক ও পরে
প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। পরে ওইদিন রাতেই উপজেলা প্রশাসন
কচ্ছপটি দিনাজপুর বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জে তামলাই এলাকার আবু রায়হানের পুকুরের
কিনারে কচ্ছপটিকে দেখতে পায় স্থানীয়রা। এসময় স্থানীয়রা পুকুর
কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কচ্ছপটি সেখান থেকে উদ্ধার করে উপজেলা
প্রশাসনকে জানায়। উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখান থেকে
কচ্ছপটি নিয়ে যায় এবং দিনাজপুর বনবিভাগকে খবর দিলে রাতেই তারা
কচ্ছপটিকে নিয়ে যায়। কচ্ছপটির উৎস কি, এটি এখানেই জন্ম
নিয়ে বেড়ে ওঠা নাকি বাহির থেকে আসা সে ব্যাপারে পুকুর কর্তৃপক্ষ
কিছু নিশ্চিত করতে পারেনি তবে স্থানীয়দের মধ্যে এ নিয়ে জোর তর্ক
চলছে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রেজাউল করিম জানান,
আমরা কচ্ছপটি ঘটনাস্থল থেকে নিয়ে আসি। পরে বনবিভাগকে খবর
দেই এবং রাতেই তাদের কাছে কচ্ছপটি হস্তান্তর করি। বনবিভাগ ও
প্রাণিবীদরা নিশ্চয়ই কচ্ছপটির উৎস ও অন্যান্য বিষয় নিয়ে গবেষণালব্ধ
মতামত জানাবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading