এশিয়া কাপে খেলতে মরিয়া ইয়াসির রাব্বি

এশিয়া কাপে খেলতে মরিয়া ইয়াসির রাব্বি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ আগস্ট ২০২২ । আপডেট ১২:৩০

বেশ কদিন ধরে অনুশীলন শুরু করেছেন ইয়াসির আলী রাব্বি। ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই পিঠের ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে শুরু করেন ব্যাটিং-রানিং। সামনে ঝুঁকে কোনো শট খেলতে গেলেই ব্যথা অনুভব করছিলেন প্রথম দিকে। ধীরে ধীরে সেটিও কেটে যায়।

এখন ব্যথাহীন অনুশীলন করছেন পুরোদমে। সামনেই আরব আমিরাতে আছে এশিয়া কাপ। উপমহাদেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্টকে পাখির চোখ করেছেন ইয়াসির। অর্থ্যাৎ মরুর বুকে ২২ গজে ফিরতে মরিয়া তিনি।

এশিয়া কাপের আগে খেলার জন্য ফিট হওয়ার প্রসঙ্গে ইয়াসির বলেন, ‘এশিয়া কাপে আল্লাহর রহমতে ফিট হয়ে খেলতে পারবো। এখনো হাতে সময় আছে। এ কয়দিন ভালোভাবে কাজ করলে আরও বুঝতে পারবো। আশা করছি এশিয়া কাপ দিয়ে ফিরতে পারবো মাঠে। যদিও আমি দলে থাকবো কি থাকবো না এটা নিয়ে কারও সঙ্গে কথা হয়নি। আমি নিজের প্রস্তুতি নিয়ে রাখছি। নিজেকে প্রস্তুত রাখব।’

ধীরে ধীরে অনুশীলন শুরু করেছেন ইয়াসির। পর্যায়ক্রমে বাড়িয়েছেন অনুশীলনের গতি। এখন করছেন পুরোদমেই। ব্যাটিং-রানিং কোনো কিছুতেই হচ্ছে না সমস্যা। ইয়াসিরের ভাষ্য, ‘অনুশীলন শুরু করেছি বেশ কয়েকদিন হলো। শুরুটা করেছি আস্তে আস্তে। কাজের ভলিউম কম ছিল। এখন ডে বাই ডে কাজের ভলিউম বাড়াচ্ছি। স্বস্তির বিষয় হলো— কোনো সমস্যা মনে হচ্ছে না। ব্যাটিং-রানিং করতে পারছি আগের মতোই।’

শুধু ইয়াসির নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেনও শুনিয়েছেন স্বস্তির কথা। মনজুর বলেন, ‘উনার এখন কোনো সমস্যা নেই। ব্যাটিং-রানিং-স্কিল ট্রেনিং সব করতে পারছেন সুস্থভাবে। কোনো ব্যথা নেই। নতুন কোনো ইনজুরি না বাঁধলে সামনে খেলতে কোনো সমস্যা নেই।’

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading