লিঙ্কডইন ব্যবহারকারীদের জন্য বড় বিপদ

লিঙ্কডইন ব্যবহারকারীদের জন্য বড় বিপদ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ০৯:৩৫

ক্যারিয়ার নেটওয়ার্কিং সাইট হিসেবে বিশ্বে ব্যাপক জনপ্রিয় লিঙ্কডইন। অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে এটি কিছুটা আলাদা। পেশাদার কাজ পেতে লিঙ্কডইনে যে কেউ তৈরি করতে পারেন প্রোফাইল। কাজ পেতেও খুব সহজ হয়। মাইক্রোসফটের মালিকানাধীন সামাজিক নেটওয়ার্ক মাধ্যমটিতেও এখন হ্যাকারদের তৎপরতা শুরু হয়েছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, চ্যাট চুরি করছে হ্যাকাররা। গোপনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে তারা।

বর্তমানে সাইবার হামলা শুরু করেছে নতুন আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যাংক অ্যাকাউন্ট কোথাও নিরাপত্তা নেই। সুরক্ষার প্রাচীর ভেঙে হামলা চালাচ্ছে হ্যাকাররা। এবার পেশাজীবীদের জন্য তৈরি সামাজিক যোগাযোগের সাইটের বার্তা বিনিময় সুবিধা কাজে লাগিয়ে এ হামলা চালাচ্ছে তারা।

এজন্য প্রথমেই ব্যবহারকারীদের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ পাঠায় হ্যাকাররা। ব্যবহারকারীরা রাজি হলেই বার্তা বিনিময়ের সময় গোপনে ম্যালওয়্যারযুক্ত লিঙ্ক বা ফাইল পাঠানো হয়। লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীদের ডিভাইসে ম্যালওয়্যারটি প্রবেশ করছে। এরপর সেটির মাধ্যমে এক্সেস নিয়ে হ্যাকাররা তাদের নানান ব্যক্তিগত তথ্য চুরি করে নিচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্রেডিট কার্ড, ই–মেইলের পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সংগ্রহ করে হ্যাকারদের কাছে পাঠাতে পারে মেলওয়্যারটি।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান ক্লাউডএসইকে, সম্প্রতি লিঙ্কডইনে সাইবার হামলার ঘটনা শনাক্ত করেছে। তারা বলছেন, হ্যাকারদের পাঠানো ফাইলগুলোর সাধারণত ১০০ মেগাবাইটের হয়ে থাকে। এজন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যে কোনো ফাইল ক্লিক না করতে। ডিভাইসে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

প্রসঙ্গত, লিঙ্কডইন সবার কাছেই সুপরিচিত একটি নাম। বিশ্বের সর্ববৃহৎ পেশাদারদের কমিউনিটি হচ্ছে এই লিংকডইন। এই নিয়ে করা জরিপে দেখা গেছে, বর্তমানে কর্পোরেট জগতে ৭৯% নিয়োগকর্তা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন, কারণ একজন কর্মীর সবগুলো পেশাগত দক্ষতা সম্পর্কে জানতে লিংকডইনের কোন তুলনা নেই। এজন্যই বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ লিংকডইন ব্যবহার করে চলেছেন ক্যারিয়ারের অগ্রযাত্রাকে মসৃণ করে তুলতে। সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও অত্যন্ত দ্রুতগতিতে বেড়ে চলেছে লিংকডইনের জনপ্রিয়তা। সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে রাখতে চাইলে আজই লিংকডইনের ব্যবহার শুরু করুন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading