চমক নিয়ে বিশ্বকাপে যাবে মোস্তাফিজ

চমক নিয়ে বিশ্বকাপে যাবে মোস্তাফিজ

উত্তরদক্ষিণ । সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৩:১৫

বোলিংয়ে অনেকদিন ধরেই বাংলাদেশের বড় ভরসার নাম মোস্তাফিজুর রহমান। এই পেসার খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। তার কাটার-স্লোয়ারে বিভ্রান্ত হয়েছেন বড় বড় ব্যাটাররা। তবে সাম্প্রতিক সময়ে তার ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না। সর্বশেষ এশিয়া কাপেও ব্যর্থই ছিলেন মোস্তাফিজ। বিশ্বকাপেও তার ভালো করা নিয়ে চিন্তা সবার।

নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশ্য অনেকটাই নির্ভার। তিনি জানিয়েছেন, নতুন ডেলিভারি নিয়ে কাজ করছেন মোস্তাফিজ। হাবিবুল বাশার বলেছেন, ‘মোস্তাফিজ আমাদের সিনিয়র খেলোয়াড়, পরীক্ষিত খেলোয়াড়। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বাইরে আমরা যতটুকু চাই সেটা হয়তো হচ্ছে না। কিন্তু আমি মনে করে ওর সেরাটা এখনও দিতে পারে। সেরাটা দেওয়া এখনও বাকি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এইরকম একজন অভিজ্ঞ খেলোয়াড় খুব দরকার। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। ও কিন্তু বিভিন্ন ডেলিভারি নিয়ে কাজ করছে। ওর স্টক ডেলিভারি ছিল স্লোয়ার, কাটার ছিল- এগুলো নিয়েই শুধু নির্ভর করে না। কারণ ও জানে যে, দেশের বাইরে ওটা অতটা কার্যকরী হয় না, যতটা উপমহাদেশে হয়। কিছু ডেলিভারি নিয়ে কাজ করছে, আশা করি সেটা নিয়ে বিশ্বকাপে ভালো করতে পারবে।’

বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে সুমন বলেছেন, ‘বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। বিশ্বকাপে এমন না যে খুব বেশি প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আমাদের অনেক কিছু করতে হবে। এরকমভাবে যেতে চাই না। এটা আমার ব্যক্তিগত অভিমত। বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। এশিয়া কাপে পেসাররা ভালো করতে না পারলেও আমি এটা নিয়ে চিন্তিত নই। খেয়াল করে দেখবেন দক্ষিণ আফ্রিকা সিরিজ, এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ- সব জায়গাতেই কিন্তু পেসাররা ভালো করেছে। আমাদের পেস ইউনিট বেশ শক্তিশালী এখন।’

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে। সে কারণে দলে একজন বাড়তি পেসার থাকবে বলে নিশ্চিত করেছেন নির্বাচক সুমন- ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে, সে কারণে একজন বাড়তি পেসার নিয়ে যেতে হবে আমাদের। এশিয়ার মধ্যে খেলা হলে যেমন একজন বাড়তি স্পিনার দলে থাকে, ঠিক তেমন।’

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading