ইন্ডিয়া আমাদের আন্ডারডগ মনে করে না : লিটন

ইন্ডিয়া আমাদের আন্ডারডগ মনে করে না : লিটন

উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৫

শক্তি, সামর্থ্য, র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ইন্ডিয়া। তবে মুখোমুখি লড়াইয়ে দুই দলের মধ্যে বেশ রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়। সাম্প্রতিক সময়েও দুই দলের সেই রোমাঞ্চকর লড়াইয়ের দেখা মিলেছে। যার কারণে বাংলাদেশকে দুর্বল ভাবেন না রোহিত শর্মারা।

তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে ইন্ডিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে ইন্ডিয়ার বাংলাদেশ সফরও একই কথা বলে।

শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও বললেন সে কথা। তার মতে, ‘ইন্ডিয়া এখন বাংলাদেশকে আন্ডারডগ ভাবে না।’

লিটন বলেছেন, ‘আমরা এটা নিয়ে অনেক রোমাঞ্চিত। কারণ ইন্ডিয়া ভালো দল। আমরা সবাই জানি, যদি ভালো ক্রিকেট খেলি এখানে, তাহলে সম্মান বা সবকিছুই পাওয়া যাবে। এটাই মূল বিষয়। আমার মনে হয়, তারা খুব ভালো দল। তারা এখন আর আমাদের আন্ডারডগ মনে করে না।’

ইন্ডিয়ার ব্যাটিং স্ট্যান্থ নিয়ে লিটন বলেছেন, ‘ওদের ব্যাটিং লাইনআপটা ভালো। শুধু কোহলি না, রোহিত-শেখর, রাহুল; যারা আছে। তবে আমরা আত্মবিশ্বাসী আমাদের বোলারদের নিয়ে। আমরা চাচ্ছি ভালো কিছু করতে।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading