চিনিতে চকচকে ত্বক

চিনিতে চকচকে ত্বক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০

ত্বকের কালো দাগ দূর করতে চিনি অতুলনীয়। এছাড়া ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতেও এর জুড়ি মেলা ভার। লেবুর রসের সঙ্গে মিশিয়ে কনুইয়ের কালো দাগও দূর করতে পারবেন। ঠোঁটকে নরম রাখা, স্ট্রেচ মার্ক দূর করা, ত্বক উজ্জ্বল রাখাসহ চিনিত গুণের শেষ নেই। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে চিনি ব্যবহার করবেন। অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন ত্বক। চিনি গলে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মৃত কোষ দূর হয়ে উজ্জ্বল হবে ত্বক। ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে চিনির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও ১ চা চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে লাগিয়ে রাখুন মুখে। মিনিট ১৫ পর ধুয়ে নিন মুখ। ধোয়ার আগে সামান্য ঘষে নিন ত্বক। শীতে ঠোঁট ফাটা দূর করতে চিনি ব্যবহার করতে পারেন। বিটের রস ও চিনি মিশিয়ে লাগিয়ে নিন ঠোঁটে। নরম ও লালচে হওয়ার পাশাপাশি ফাটবে না ঠোঁট। ওজন কমলে বা বাড়লে ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। প্রেগন্যান্সির পরেও এমন দাগ দেখা যায়। তেমন সমস্যা হলে কফি, চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে নিয়মিত মালিশ করুন। ধীরে ধীরে হালকা হবে স্ট্রেচ মার্ক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading