ওয়াশিংটনে ‘মুজিববর্ষের’ ক্ষণগণনা

ওয়াশিংটনে ‘মুজিববর্ষের’ ক্ষণগণনা

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:০৬

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি’তে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের পাশাপাশি ‘মুজিববর্ষের’ ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন শুক্রবার (১০ জানুয়ারি) একশ’ রঙিন বেলুন উড়িয়ে ‘মুজিববর্ষের’ ক্ষণগণনা ঘোষণা করেন।

এরআগে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ‘আবক্ষ মূর্তিতে’ পুস্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস এবং মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। দূতাবাসের ডিফেন্স এ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল এম মইনুল হাসান, মিনিস্টার (ইকনমিক) মো. মেহেদী হাসান, মিনিস্টার (প্রেস) শামিম আহমদ এবং মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান পৃথকভাবে এসব বাণী পাঠ করেন। এছাড়া মুজিববর্ষের ক্ষণগণনার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শনিবার (১১ জানুয়ারি) ঢাকায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading