ইভিএম ব্যবহার করতে দেবে না ঐক্যফ্রন্ট!

ইভিএম ব্যবহার করতে দেবে না ঐক্যফ্রন্ট!

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:৩০

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের অন্যতম শীর্ষনেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এ ঘোষণা দেন। তিনি বলেছেন, ‘আমরা (ঐক্যফ্রন্ট) পরিষ্কারভাবে বলতে চাই, এই ইভিএম বাংলাদেশের মানুষ চায় না। নির্বাচনে ইভিএম ব্যবহার করতে দেওয়া হবে না।’ শনিবার (১৮ জানুয়ারি) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। এসময় ফ্রন্টের আরও বেশ ক’জন শীর্ষনেতা রবের সঙ্গে উপস্থিত ছিলেন। ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।

ফ্রন্টের পক্ষে এসময় আ স ম আবদুর রব বলেন, ‘ইভিএম সারা পৃথিবীতে বর্জন করা হয়েছে। এই ইভিএম বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হোক।’ ইভিএমে ভোট কারচুপির আশঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ভোটাররা যদি ভোটকেন্দ্র থেকে ইভিএম ছুড়ে ফেলে দেয়, আমাদের বলার কিছু থাকবে না।’ তিনি বলেন, ‘নতুন ভোট ডাকাতির পদ্ধতি হচ্ছে ইভিএম। নতুন ডাকাতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এই মেশিন চালু করতে পারবে না। নির্বাচন কমিশন বলেছিল, যদি ভোটার ও অংশীদাররা না চায়, তাহলে ইভিএম চালু করবে না। এখন জোর করে নির্বাচন কমিশন ভোট ডাকাতি করতে পেপার ট্রেইল ছাড়াই ইভিএম চালু করছে। পেপার ট্রেইল ছাড়া ইভিএম চালু আমরা সমর্থন করছি না।’

ইভিএমে ভোট হলে নির্বাচন বর্জন করবেন কিনা—এমন প্রশ্নের জবাবে আ স ম রব বলেন, ‘বর্জন হতে পারি, বর্জনের পরে আর কিছু থাকে না। আমরা আন্দোলন অব্যাহত রাখবো। যদি শেষ পর্যন্ত আর কোনও পথ না থাকে, তখন সর্বশেষ পথ অবলম্বন করবো কিনা, এই মুহূর্তে সিদ্ধান্ত নেইনি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিকল্পধারার একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading