জাতীয় নাট্যশালায় ‘ডিয়ার লায়ার’

জাতীয় নাট্যশালায় ‘ডিয়ার লায়ার’

উত্তরদক্ষিণ অনলাইন ।০৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৪ঃ২৩

আগামীকাল (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে ভিন্নধর্মী গল্প আবহে নির্মিত নাটক ‘ডিয়ার লায়ার’। নাট্যমের প্রযোজিত এই নাটকে অভিনয় করেছেন মঞ্চসারথি আতাউর রহমান ও জনপ্রিয় নাট্যাভিনেত্রী অপি করিম। পত্রমিতালির গল্পে আবৃত এ নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন বিদগ্ধ নাট্যজন ও মঞ্চসারথি আতাউর রহমান এবং মঞ্চ ও টিভি মিডিয়ার জনপ্রিয় মুখ অপি করিম। চিঠিকাব্যের এ গল্পটি ১৮ শতকের শেষ সময়ের। খ্যাতনামা সাহিত্যিক ও নাট্যকার জর্জ বার্নার্ড  শো এবং ওই সময়ের বিখ্যাত মঞ্চ অভিনেত্রী প্যাট্রিক ক্যাম্পবেলের মধ্যে তখন গভীর প্রেম চলছিল। পরস্পরকে পাঠানো চিঠিগুলো থেকেই সেটা জানা যায়। ‘ডিয়ার লায়ার’ নাটকটি তাদের আলোচিত সেই প্রেমপত্রগুলো থেকেই লেখা। মার্কিন লেখক জেরোম টিমোথি কিল্টির লেখাটি বাংলায় অনুবাদ করেছেন আবদুস সেলিম।

যে পাণ্ডুলিপিটি নির্দেশনা দিয়েছেন আইরিন পারভিন লোপা। নাটকে অপি করিম অভিনয় করছেন ব্রিটিশ অভিনেত্রী ‘প্যাট্রিক ক্যাম্পবেল স্টেলা’ হয়ে এবং ‘জর্জ বার্নার্ড শ’ হিসেবে দেখা মিলছে মঞ্চসারথি আতাউর রহমানকে। গত বছরের ১৮ অক্টোবর একই হলে অনুষ্ঠিত হয় নাট্যমের ষষ্ঠ প্রযোজনা ‘ডিয়ার লায়ার’-এর উদ্বোধনী প্রদর্শনী। এই নাটকে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, ‘ডিয়ার লায়ার আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। বুঝতে পারছি না কেমন হচ্ছে। তবে আমি মনে করি, আমাকে এই নাটকের জন্য আরও চর্চা করতে হবে। কয়েকটা শো হলে বুঝব আসলে কেমন হচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading