শনিবার ইকবাল হুসেন ঈদ উপহার বিতরণ করছেন

শনিবার ইকবাল হুসেন ঈদ উপহার বিতরণ করছেন

উত্তরদক্ষিণ শনিবার ২৩ মে ২০২০। ১৬:৫০

গোটা বিশ্বে চলমান করোনা পরিস্থিতিতে অসহায়
সমগ্র মানব জাতি। করোনা ভাইরাসের এই ভয়াল থাবা থেকে রেহাই
পাইনি বাংলাদেশও। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার নানা কঠোর
পদক্ষেপ গ্রহণ করেছে। স্কুল-কলেজ, হাট-বাজার, ব্যাংক-বীমা, অফিস-
আদালত, দোকানপাট, সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান, গণপরিবহণ
ইত্যাদি বন্ধ রয়েছে। যার দরুন প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতির
বাজারে। আর এতে অসহায় হয়ে পড়েছে নিন্ম বিত্ত শ্রেণীর মানুষজন।
পাশা-পাশি মানবেতর দিন কাটাচ্ছেন অনেক মধ্যবিত্ত পরিবার।

অসহায় দরিদ্র মানুষের উপহার বিতরণ উদ্বোধন করবেন মোস্তাফিজুর
রহমান উপজেলা নির্বাহী অফিসার ত্রিশাল ময়মনসিংহ। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত থাকবেন মো: তরিকুল ইসলাম সহকারী কমিশনার(ভ’মি)ত্রিশাল ময়মনসিংহ । সার্বিক ব্যবস্থাপনায় আওয়ামী লীগ
নেতা ইকবাল হুসেন।

আর এই দু:সময়ে এগিয়ে এসেছে সমাজের অর্থনৈতিক ভাবে সচ্ছল
মানুষেরা। সাধ্যমত সবাই চেষ্টা করছে অসহায় মানুষের পাশে দাড়াঁতে।
ঠিক এমনি একজন হলেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আওয়ামী
লীগ নেতা ইকবাল হুসেন। তিনি একজন আওয়ামী লীগ রাজনীতিবিদ
ব্যবসায়ী ও উদ্যোক্তা। সমাজের যে কোন প্রয়োজনে নিজেকে হাজির
করেন একজন সমাজ সেবক হিসেবে। সাধ্যমত চেষ্টা করে থাকেন
এলাকার অসহায় ও পীড়িত মানুষের পাশে দাঁড়াতে। আর তারই
ধারাবাহিকতায় বর্তমান কঠোর পরিস্থিতিতে এলাকার অসহায় পরিবার
গুলোর পাশে দাঁড়িয়েছেন তিনি। চেষ্টা করেছেন অসহায় সবার ঘরে ঈদ
উপহার পৌছে দিতে। যাতে কেউ ঈদে অনাহারে দিন না কাটায়।
এলাকার মোট এক হাজার ৫০টি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
করেছেন ইকবাল হুসেন। এতে সন্তুষ্টি প্রকাশ করছে এলাকা বাসী। এ
ব্যাপারে ইকবাল হুসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমার পক্ষ
থেকে ঈদ উপহার। আমি সব সময় চেষ্টা করে থাকি সমাজ ও সমাজের

মানুষের প্রয়োজনে নিজেকে নিয়োজিত রাখতে। এবং আমি আমার
এই চেষ্টা আজীবন চালিয়ে যাব ইনশাল্লাহ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading