পাপুলকাণ্ডে এবার কুয়েতের এক রাজনীতিবিদ ও এক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

পাপুলকাণ্ডে এবার কুয়েতের এক রাজনীতিবিদ ও এক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার
সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুল । লক্ষ্মীপুর-২ । একাদশ সংসদ

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ আপডেট ১২:০৯

কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের মদদদাতা হিসেবে জড়িত থাকার দায়ে কুয়েতের শ্রম বিভাগের এক পরিচালক এবং দেশটির এক রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

পাবলিক প্রসিকিউটরদের বরাত দিয়ে আরবি দৈনিক আল-রাই জানিয়েছে, ওই দুজনকে ২১ দিনের আটকাদেশ দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে পাপুলকে গ্রেপ্তার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে।

পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। ১৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এখন তাকে রাখা হয়েছে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে।