বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্বে আলমগীর

বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্বে আলমগীর

উত্তরদক্ষিণ| শনিবার, ২৬ জুন ২০২১| আপডেট ১৮:০৫

‘মিষ্টি মেয়ে’ খ্যাত কিংবদন্তী সারাহ বেগম কবরী। গত ১৭ এপ্রিল করোনাসৃষ্ট জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান তিনি। শেষ জীবনে এই অভিনেত্রী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতির আমৃত্যু দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুর পর থেকে পদটি শূন্য ছিল।

শনিবার (২৬ জুন) সংগঠনের সভাপতির দায়িত্ব নিলেন আরেক কিংবদন্তী নায়ক আলমগীর। সভাপতির নির্দেশ অনুযায়ী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতির দায়িত্ব দেয়া হয়।

১৯৭৮ সালে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের যাত্রালগ্ন থেকেই পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন আলমগীর। দীর্ঘদিন তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading