খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা শেখানো কথা বলছেন: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা শেখানো কথা বলছেন: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ২১:৪১

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের বক্তব্য বিএনপি’র শেখানো কথা। তাদের বক্তব্যে স্পষ্ট বোঝা যায়, রাজনৈতিক উদ্দেশে বিএনপি’র শিখিয়ে দেওয়া বক্তব্যই চিকিৎসকরা দিয়েছেন। আর বিবৃতিদাতাদের বেশিরভাগই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

সোমবার (২৯ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে, তিনি টিভি কেবল নেটওয়ার্ক অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

বিএনপি এখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা তাদের নেতাদের কাছ থেকে চিকিৎসকদের মধ্যেও নিয়ে গেছেন বলে প্রমাণিত হয়েছে জানিয়ে ড. হাছান বলেন, ‘আমি টেলিভিশনে দেখেছি জিয়াউর রহমান ফাউন্ডেশন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার একটি বিবৃতি দিয়েছেন। ড্যাবের দফতর সম্পাদক ডা. মো. ফখরুজ্জামান স্বাক্ষরিত আরেকটি বিবৃতি ছিলো। আরেকজন চিকিৎসক গতকাল সংবাদ সম্মেলন করেছেন। এরা সবাই বিএনপির দলীয় ও ঘরোয়া রাজনীতির সঙ্গে যুক্ত।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তার সাহেব বলেছেন, শুধুমাত্র যুক্তরাজ্যে চিকিৎসা আছে। আর চিকিৎসা আছে জার্মানি ও যুক্তরাষ্ট্রে। ভারতে তো নাই-ই, সিঙ্গাপুরে, ব্যাংককেও নাই। বাস্তবতা হলো, এখন ইউরোপ ও আমেরিকার অনেক মানুষ এখন সিঙ্গাপুর ও ব্যাংককে চিকিৎসা করতে আসে। ডাক্তার সাহেব কিভাবে বললেন, অন্য কোথাও নাই শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেই যুক্তরাজ্যেই চিকিৎসা আছে, আর আছে পাশের দেশ জার্মানি আর আমেরিকায়।’

‘দেশে বিশৃঙ্খলা না চাইলে বেগম জিয়াকে বিদেশে যেতে হবে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের নেতা হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি মহাসচিব যদি একথা বলে থাকেন, তাহলে উনারা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছেন। আমি মনে করি এজন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading