হাসপাতালে সন্ধ্যা মুখোপাধ্যায়

হাসপাতালে সন্ধ্যা মুখোপাধ্যায়

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:৩০

গুরুতর অসুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বুধবার (২৬ জানুয়ারি) রাত থেকে অসুস্থ ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রত্যাখ্যান করা এই শিল্পী। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের জ্বর ও শ্বাসকষ্ট। আজ সকালে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে লেক গার্ডেন্সের বাড়ি থেকে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ১টা ২০ মিনিটে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় এই গায়িকাকে। এসএসকেএমে তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। উডবার্নের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমটিকে জানান, বুধবার রাত থেকেই ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি শিল্পী। জ্বর বাড়ছিল। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের দুটি ফুসফুসে সংক্রমণ রয়েছে। তা ছাড়া গতকাল বাড়িতে পড়ে গিয়েছিলেন এই বর্ষীয়ান গায়িকা।

ইন্ডিয়াতে প্রতিভাবান ব্যক্তিত্বদের একাধিক সম্মান দেওয়া হয়। যার মধ্যে পদ্মশ্রী অন্যতম, এই সম্মান পাওয়া এক গর্বের বিষয়। কিন্তু এবার এই সম্মানকে প্রত্যাখান করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

৯০ বছর বয়সী এই সংগীতশিল্পী ইতিমধ্যে গীতশ্রী সম্মান পেয়েছেন। বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। গানের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাঁকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে সম্মানিত করতে চেয়েছিল ভারতীয় সরকার। কিন্তু এই পুরস্কার তাঁর পাওয়ার কথা ছিল হয়তো আরো আগেই।

জানা গেছে, অত্যন্ত অপমানিত এবং অসম্মানিত বোধ করে পদ্মশ্রী সম্মান প্রত্যাখান করেছেন তিনি। কিংবদন্তি এই সংগীতশিল্পী ইন্ডিয়ার সংবাদমাধ্যমে জানান, এই পুরস্কার পাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার আগে থেকে তাকে কিছু জানায়নি। হঠাৎ ফোন করে তার কাছে যেভাবে পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে সেটা তাঁর কাছে যথেষ্ট অপমানজনক মনে হয়েছে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভাষায়—‘এভাবে কেউ পদ্মশ্রী দেয়? এরা জানে না আমি কে! নব্বই বছর বয়সে আমায় পদ্মশ্রী নিতে হবে? আর এই ফোন করে বললেই চলে যাব আমি? শিল্পীদের কোনো সম্মান নেই আর।’

Gazi kaium

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading