ইউক্রেন যুদ্ধে গণহত্যা: জাতিসংঘের শীর্ষ আদালতে শুনানি ৭ ও ৮ মার্চ

ইউক্রেন যুদ্ধে গণহত্যা:  জাতিসংঘের শীর্ষ আদালতে শুনানি ৭ ও ৮ মার্চ

উত্তরদক্ষিণ । বুধবার, ২ মার্চ ২০২২ । আপডেট ১৭:৩০

জাতিসংঘের শীর্ষ আদালতে ইউক্রেন যুদ্ধে গণহত্যা বিষয়ক শুনানি আগামী ৭ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে। হেগ ভিত্তিক দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এ কথা জানিয়েছে। রাশিয়ার আগ্রাসন বন্ধের নির্দেশ দিতে আদালতে ইউক্রেনের অভিযোগ দায়েরের পর আইসিজে এ কথা জানিয়ে বলেছে, তারা গণশুনানির আয়োজন করবে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, ইতোমধ্যে ছয় লাখ ৬০ হাজারেরও বেশি লোক ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে। ধারণা করা হচ্ছে চার কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখ লোক।

ইউক্রেনে হামলার জন্য রুশ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার এখতিয়ার আইসিজে’র নেই। কিন্তু এ আদালত রাষ্ট্রগুলোর মধ্যকার বৈধ অভিযোগের সমাধান করতে পারে।

এদিকে আর্ন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি করিম খান ইতোমধ্যে রাশিয়ার হামলার পর ইউক্রেন পরিস্থিতি নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading