‘দুই ঘণ্টায় কিছুই করিনি’ ভিডিও ভাইরাল

‘দুই ঘণ্টায় কিছুই করিনি’ ভিডিও ভাইরাল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:২০

সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একজন মুখ বন্ধ করে দুই ঘণ্টা বসে আছেন। ভাইরাল হওয়া লোকটি ইন্দোনেশিয়ার এক ইউটিউবার। তিনি নিজের ভিডিও শেয়ার করেছেন। শিরোনাম ‘2 JAM nggak ngapa-ngapain’ (দুই ঘণ্টায় কিছুই করিনি)।

গত ১০ জুলাই ভিডিওটি ইউটিউবে শেয়ার করেন ইউটিউবার মুহাম্মদ দিদিত। এখনো পর্যন্ত ওই ভিডিওটি আড়াই ২ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন। এই প্রসঙ্গে বলে রাখি, দিদিতের ইউটিউব চ্যানেলের নাম ‘sobat miskin official’, যেখানে তার ৩১ হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে।

ভিডিওটির দর্শকরা অনেকে বলছেন, দিদিত হয়তো ভুলবশত রেকর্ড বাটন প্রেস করেছেন। তবে অনেকেই মন্তব্য করেছেন কীভাবে লাখ লাখ দর্শক এই ভিডিওটি দেখতে উৎসাহিত হয়েছেন।

এই বিষয়ে দিদিত বলেছেন, “ইন্দোনেশীয় সমাজ তাকে শিক্ষা-বিষয়ক ভিডিও বানাতে জোর করেছে, ফলে অনিচ্ছা সত্ত্বেও ভারাক্রান্ত মন নিয়ে তিনি এই ভিডিও তৈরি করেছেন এবং সেটি দর্শকের দৃষ্টিভঙ্গির ওপর ছেড়ে দিয়েছেন। আপনার যদি হাতে অঢেল সময় থাকে তবে দু-ঘণ্টার এই ভিডিওটি অবশ্যই একবার দেখবেন!”