২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৭:১০

দেশে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩.৩৬ শতাংশ। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জনে পৌঁছেছে। আরও ১৭ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৭২ জনে দাঁড়িয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি ২০০ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৯৩২টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭২০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৬ লাখ ৫০৮টি। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৫৯ শতাংশ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading