প্রথম দিনে ১০৪ মেট্রিকটন ইলিশ গেল ইন্ডিয়াতে

প্রথম দিনে ১০৪ মেট্রিকটন ইলিশ গেল ইন্ডিয়াতে

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১২:৪৫

দুর্গাপূজা উপলক্ষে ইন্ডিয়াতে দুই হাজার ৮০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। এরই ধারাবাহিকতায় প্রথম দিন প্রায় ১০৪ মেট্রিকটন ইলিশ পাঠানো হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। বন্দরের মৎস্য কোয়ারেনটাইন পরিদর্শক আসওয়াদুল আলম জানান, গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত এসব ইলিশ যায়।

আসওয়াদুল বলেন, এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের ৫২টি প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে ৪০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। কাস্টমসের কাজ সম্পন্ন করছে মিলা এন্টারপ্রাইজ ও বিশ্বাস ট্রেডাস নামে দুটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

বিশ্বাস ট্রেডার্সের মালিক নূরুল আমিন বিশ্বাস বলেন, এবার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার। ইন্ডিয়া ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশ ছাড় করা হচ্ছে।

উপজেলা ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, প্রথম দিন আটটি প্রতিষ্ঠান ১০৩ দশমিক ৬৩ মেট্রিকটন ইলিশ পাঠিয়েছে। ঢাকার ইউনিয়ন ভেঞ্চার, পাবনার সেভেন স্টার ফিশ প্রসেসিং, চট্টগ্রামের প্যাসিফিক সি ফুড, যশোরের রহমান ইমপেক্স ও খুলনার জালালাবাদ সি ফুড এসব ইলিশ রপ্তানি করেছে।

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে জনপ্রিয় হলেও উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর রপ্তানি বন্ধ করে দেয় সরকার। ২০১৯ সালে আবার সীমিত পরিসরে রপ্তানি শুরু হয়।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading