জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২ । আপডেট ১৯:৩৫

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনধিক ১৫০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সব রাজনৈতিক দলের মতামত আমলে নিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সুনির্দিষ্টভাবে কতটি আসনে ইভিএম ব্যবহার হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বোচ্চ ১৫০টি এবং সর্বনিম্ন ১টি আসনে ইভিএম ব্যবহার করা হতে পারে।

অনেক রাজনৈতিক দলই ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘এটা কমিশনের সিদ্ধান্ত। সবকিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বর্তমানে ইসির ইভিএম ব্যবহারের সক্ষমতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘৭০ থেকে ৭৫টি আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা আছে। যদি ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করতে হয়, তাহলে আরও ইভিএম কেনার প্রয়োজন হতে পারে।’

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading