যেখানে ভাল পাবো, সেখান থেকেই অস্ত্র কিনবো সেনাপ্রধান

যেখানে ভাল পাবো, সেখান থেকেই অস্ত্র কিনবো সেনাপ্রধান

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:২৬

কোনও বিশেষ রাষ্ট্র নয়, সেনাবাহিনীকে শক্তিশালী করতে যেখানে ভাল অস্ত্র পাওয়া যাবে সেখান থেকেই অস্ত্র কেনা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ারিং কোরের ৪টি ইউনিটকে রেজিমেন্টাল কালার্স বা পতাকা প্রদান অনুষ্ঠানশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভিশন ২০৩০ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আরো সমৃদ্ধ করতে ক্ষেপনাস্ত্র ক্রয় করা হবে।

পাশাপাশি ফোর্সে গোল্ড অনুযায়ী সেনাবাহিনীকে আধুনিকায়নের কাজ চলছে। এর আগে সেনা প্রধান সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরিদর্শন করেন এবং ইঞ্জিনিয়ারিং কোরের ৪টি ইউনিটের মাঝে পতাকা প্রদান ও সালাম গ্রহণ করেন। পরে তিনি উপস্থিত সেনা সদস্যদের উদ্দ্যেশে ভাষন দেন। ভাষনে সেনা প্রধান ভবিষ্যত যুদ্ধ ক্ষেত্রের জন্য প্রস্তুতি রেখে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলায় বেসিক সোলজারিংয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আলম, কাদিরাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট বিগ্রেগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজিসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading