আবরার হত্যাকাণ্ড: চার্জগ্রহণের শুনানি ২১ জানুয়ারি

আবরার হত্যাকাণ্ড: চার্জগ্রহণের শুনানি ২১ জানুয়ারি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ২০ঃ৫০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার (চার্জগ্রহণ) বিষয়ে শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ঠিক করেছে আদালত। দুদিন আগে এই মামলার নথি পাওয়ার পর বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানির দিন ঠিক করে দেন।

ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেন, ওইদিন আসামিদের উপস্থিতিতে চার্জগ্রহণ ও মামলা আমলে নেওয়ার জন্য শুনানি হবে।

এর আগে ১২ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। ওইদিনই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মামলাটি স্থানান্তর হয়।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান আবরার ফাহাদ। এ ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading