চীনে করোনা আক্রান্তদের ভয়াবহ পরিস্থিতি, মৃত বেড়ে ৫৬০

চীনে করোনা আক্রান্তদের ভয়াবহ পরিস্থিতি, মৃত বেড়ে ৫৬০

উত্তরদক্ষিণ অনলাইন ।০৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১

চীন কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, তারা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যা সংখ্যা এবং চিকিৎসা উপকরণের মারাত্মক সংকটের মুখে পড়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রাণঘাতি ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫৬০ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের উৎপত্তি কেন্দ্রের দূরের অনেক নগরী তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। খবর এএফপি’র।

চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দেশটিতে বেড়ে ২৮ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের ২০টিও বেশি দেশে এ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে গেছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে এক নবজাতক রয়েছে। ভূমিষ্ট হওয়ার ৩০ ঘণ্টার মধ্যেই তার শরীরে ভাইরাস ধরা পড়ে।

উহান নগরীর কর্মকর্তা হু লীসান বলেন, অতিরিক্ত হাজার হাজার রোগীর চাপ থাকায় এখানে হাসপাতালের মারাত্মক সংকট দেখা দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, এ নগরীতে করোনাভাইরাস চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণেরও সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তারা নগরীর বিভিন্ন হোটেল, শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা কেন্দ্র খোলার কথা বিবেচনা করছে।

এদিকে এ ভাইরাস বিশ্ব স্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণা করার পর বিশ্বব্যাপী উদ্বেগ অনেক বৃদ্ধি পেয়েছে।

ডব্লিউএইচও নতুন এ করোনাভাইরাস মোকাবিলায় ৬৭ কোটি ৫০ লাখ ডলার অর্থ সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading