আমেরিকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু’র সংখ্যা

আমেরিকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু’র সংখ্যা

উত্তরদক্ষিণ অনলাইন। ০২ এপ্রিল ২০২০ । ১৫:৪০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মার্কিন আমেরিকায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী, স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতেই দেশটিতে এই সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে এএফপি।

বিশ্ববিদ্যালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০২৩৫ টার দিকে আমেরিকায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৫ হাজার ১১৬ জনে দাঁড়ায়। ওই দিন ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮৪ জন মারা যায়। আর এটা একদিনে আমেরিকায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ পর্যন্ত আিমিরকায় করোনাভাইরাসে ইতালি ও স্পেনের চেয়ে কম মানুষের মৃত্যু হলেও এ সংখ্যা চীনের চেয়ে বেশি। চীনে করোনাভাইরাসে ৩ হাজার ৩১৬ জন প্রাণ হারিয়েছে। গত ডিসেম্বর মাসে দেশটিতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, সারা বিশ্বের মধ্যে আমিরকায় সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ১৫ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হবে। বিশেষকরে এখন থেকে কয়েক দিন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে মার্কিন সিনিয়র বিজ্ঞানী ও ট্রাম্পের উপদেষ্টা অ্যান্থোনি ফৌসি পূর্বাভাস দেন যে, করোনা মহামারিতে আমেরিকায় এক থেকে দুই লাখ মানুষ প্রাণ হারাতে পারে। এর পর ট্রাম্প বলেন, মৃতের সংখ্যা লাখের মধ্যে রাখতে পারলেই আমরা নিজেদেরকে সফল মনে করবো।

বিশ্বব্যাপী মৃত্যু ৪৬ হাজার: এদিকে চীনে প্রথম করোনাভাইরাস ছড়ানোর পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ৪৫ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে। এএফপি বুধবার বিশ্বের বিভিন্ন দেশের সররকারি সূত্রে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে একথা জানিয়েছে। করোনাভাইরাসে ইতালিতে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৫৫ জনের এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন। ইতালির পরে স্পেনে মৃত্যু হয়েছে ৯ হাজার ৫৩ জনের, আক্রান্ত ১ লাখ ২ হাজার ১৩৬ জন। ফ্রান্সে ৪ হাজার ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৬ হাজার ৯৮৯ এবং চীনে ৩ হাজার ৩১২ জনের মৃত্যু, আক্রান্ত ৮১ হাজার ৫৫৪ জন।

এদিকে, বিশ্বে ৪৬ হাজারের মধ্যে ইউরোপের দেশগুলোতেই মৃত্যু সংখ্যা ৩৩ হাজার ২৪৫ জনের। আর সেখানে মোট আক্রান্ত ৪ লাখ ৯০ হাজার ৪৮৪ জন। মধ্যপ্রাচ্যে মৃত্যু অন্তত ৩,১৬০ জন, আক্রান্ত ৫৯ হাজার ৫৪১ জন। লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোতে মৃত্যু ৫৩৮, আক্রান্ত ২০ হাজার ৮৩ জন। আফ্রিকায় মৃত্যু ২২৩ জন, আক্রান্ত ৬ হাজার ১৯৮ জন। ওসেনিয়ায় মৃত্যু ২৪ জন, আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৭৯ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading