‘জাপা এখন দুর্ভেদ্য রাজনৈতিক শক্তি’

‘জাপা এখন দুর্ভেদ্য রাজনৈতিক শক্তি’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১০:২০

জাতীয় পার্টি (জাপা) সুসংহত ও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের রাজনীতিতে দুর্ভেদ্য রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে দাবি করেছেন দলটির নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি তিনশ আসনেই এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে।

বুধবার (২৯ জুলাই) বিকালে জাতীয় পার্টির নতুন মহাসচিব পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে এসব কথা বলেন।

বাবলু বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা বিরাজ করছে তা শুধু জাতীয় পার্টিই পূরণ করতে পারবে। কারণ জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একমাত্র সম্ভাবনাময় দল। কারণ, জাতীয় পার্টি হরতাল, জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না।’

জাপা মহাসচিব বলেন, ‘করোনা ও বন্যা পরিস্থিতির উন্নতি হলেই জাতীয় পার্টি সারাদেশে সংগঠনকে শক্তিশালী করতে কর্মসূচি গ্রহণ করবে। প্রতিটি শাখা কমিটিতে সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি পুনর্বিন্যাস করা হবে।’