নগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা সদস্য হলেন যারা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ । আপডেট ১৩:৪৮
নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের চারজন সদস্যের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সাদেক হোসেন পাপ্পু, আনোয়ারুল ইসলাম বাপ্পী, নুরুল কবীর, মো. জসীম উদ্দিনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদে চারজন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
এর আগে দেবাশীষ নাথ দেবুকে সভাপতি ও আজিজুর রহমান আজিজকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।