‘আগে নিজেকে সুরক্ষিত করতে হবে’

‘আগে নিজেকে সুরক্ষিত করতে হবে’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১২:০০

মহিবুল হাসান চৌধুরী নওফেল: প্রিয় দুলালভাই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সংবাদটি। দুই মাসে আগে আমাকে ফোন করে বেশ বকাঝকাই করলেন। বললেন জনসেবা করা যাবে অনেক, কিন্তু আগে নিজেকে সুরক্ষিত করতে হবে, কোথাও দেখেছিলেন আমার মাস্কছাড়া ছবি। শুধুই পেশাজীবি ছিলেন না, এই দেশের জন্য, জননেত্রী শেখ হাসিনার সরকার ও দেশের রাজনৈতিক স্বার্থে, আপনি কি ছিলেন, তা যারা আপনাকে চেনে, খুব ভালো ভাবেই জানে। আপনি ছিলেন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন। কি নির্মম, আপনার মতো একজন নির্মোহ এবং নিবেদিতপ্রাণ মানুষ এভাবে হঠাৎ করে এত কষ্ট পেয়ে চলে গেলেন, আমাদের কি দুর্ভাগ্য! সত্যই আজ আমরা বাকরুদ্ধ। এভাবে আমাদের একেকজন প্রিয়জন এই ভয়াল কভিডের থাবায় চলে যাচ্ছে, আসলেই বলার ভাষা নাই।

মহান আল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা, সাবেক আইন সচিব আবু সালেহ শেখ জহিরুল হক দুলাল ভাই কে বেহেশত নসিব করুন। আজ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লেখক: সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।